বিদ্যানন্দ প্রকাশনী 'অমর একুশে বই মেলায় ২০১৬' উপলক্ষে সম্পূর্ণ নিজ খরচ ও উদ্যোগে হেলাল হাফিজ ও মোহাম্মদ রফিকুজ্জামানের মত প্রতিষ্ঠিত কবিদের পাশাপাশি নতুন প্রজন্মের কয়েকজন প্রতিশ্রুতিশীল কবির বাছাই করা কিছু কবিতার সমন্বয়ে 'সময়ের ছবিঘর' নামে একটি কবিতা সংকলন বের করেছে । যারা বিদ্যানন্দ সম্পর্কে জানেন না, তাদের জ্ঞাতার্থে বলছি, বিদ্যানন্দ মূলত একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যাদের কাজই হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র সহ বিবিধ সাহায্য প্রদান করা। বিদ্যানন্দ নিয়মিত ভাবে প্রকাশনার সাথে জড়িত এবং বই বিক্রির সকল অর্থ ব্যয় হয় কিছু অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য।
বিদ্যানন্দ প্রকাশনীর “সময়ের ছবিঘর” কবিতা সংকলনে স্থান করে নিয়েছে আমার লেখা “ গোল্ডফ্লেকের দিনগুলি” কবিতাটি । এই কবিতাটি আমার ফেলে আসা জীবন স্মৃতি বিজরিত একটি লেখা। আশা করি সবার ভালো লাগবে ।
সময়ের ছবিঘর – যেভাবে সংগ্রহ করা যাবেঃ
বইমেলায় "সাহিত্য বিকাশ"এর স্টলে পাওয়া যাবে এটিসহ বিদ্যানন্দ প্রকাশনীর বইগুলো।
স্টল নাম্বারঃ ৪৫৫-৪৫৬।
এছাড়াও সরাসরি বিদ্যানন্দের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন।সংগ্রহ করতে পারেন দেশের যে কোন প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে।
সংকলন মুল্যঃ ১৪০ টাকা।