বইমেলা ২০১৬ ইং তে বাংলা কবিতার ব্যানারে কোন প্রকাশনা হচ্ছে না, শিমুল শুভ্রের উদ্যোগে একটি প্রকাশনার উদ্যোগ এলেও কিছু বাস্তব সমস্যার কারনে সেটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে না । শেষ মুহূর্তে যৌথ প্রকাশনার একটি সাহসী উদ্যোগ এলো বাংলা কবিতার আকের কবি নাজমুল হুদার হাত ধরে। সমকালীন প্রেক্ষাপটেএই ধরনের উদ্যোগ নতুন নয় তবে জীবন ও জীবিকার ব্যস্ততার কারনে এই ধরনের প্রকাশনার ব্যবস্থাপনা যোগাযোগ, সময় ও শ্রমসাপেক্ষ। আত্মপ্রকাশ আর প্রকাশনা বাণিজ্যের টানাপোড়নে বর্তমানে নতুনদের যারা বই বের করছেন, তারা প্রায় সবাই নিজের খরচেই বই বের করছেন, এটিও সেরকম একটি সম্মিলিত উদ্যোগ, একক উদ্যোগের চেয়ে এই উদ্যোগে বাড়তি কিছু সুবিধা আছে
প্রথমতঃ আমরা প্রত্যেকে আসলে কয়েকটি বই কিনে নিচ্ছি, যা আমাদের নিজেদের বা প্রিয় কবিদের অন্য কোন প্রকাশনার ক্ষেত্রেও হত, দশের লাঠি একের বোঝা প্রবাদটিও তাই এক্ষেত্রে একক ও যৌথ প্রকাশনার প্রচার ও প্রসারের ক্ষেত্রে তুলনামূলক অবস্থান বোঝাতে প্রযোজ্য হতে পারে ।
দ্বিতীয়তঃ কারো মুখাপেক্ষী না হয়ে এই ধরনের উদ্যোগ নেয়া হলে নতুন কবিরা স্বকীয় প্রয়াসে আরও বেশী প্রচার প্রসারের সুযোগ পাবেন, কবিতা পাঠকের কাছে পৌঁছাবে ।
এই উদ্যোগকে আমি আগেই সাহসী বলেছি কারন এই প্রকাশনার জন্য সময় খুবই কম, তবে সবার যৌথ ভুমিকা ও একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এটিও সম্ভব বলে বিশ্বাস করি ।এবার শুরুটা হোক, এই প্রয়াসের ফলে ভবিষ্যতে আরও ভালোভাবে এই ধরনের প্রকাশনা সম্ভব হবে । এ প্রকাশনার ব্যাপারে এডমিন সহ বাংলা কবিতার কবিদের সহযোগিতা ও ভুমিকা আশা করছি ।