বাংলা কবিতার কবিতা আসরে আমার মোট ৫২২ টি এবং আলোচনা সভায় ১০২ টি পোষ্ট ছিল । ব্যস্ততার জন্য কয়েকদিন আসরে আসতে পারিনি । আজ আসরে এসে আমার নামের পাশে কবিতা আসরে ৫১৭টি পোষ্ট আর আলোচনা সভায় ১০১ টি পোষ্ট দেখে বিস্মিত হলাম। আমার ছয়টি লেখা হারিয়ে গেছে । আমার অনেক লেখারই ঠিকমত ব্যাকআপ নেয়া নেই । কোন লেখাগুলো হারিয়ে গেছে তা সনাক্ত করাও বেশ কষ্ট সাধ্য কাজ । এভাবে পোষ্ট হারিয়ে যাওয়া দুঃখজনক । সার্ভার পরিবর্তনের কারণে কি এ সমস্যা হয়েছে ? এরকম একটি পোষ্ট দেখলাম কবি সুবীর কাশ্মীর পেরেরার পাতায়ও । এ বিষয়ে এডমিনের সুদৃষ্টি আকর্ষণ করছি ।
আলোচনাটি ৯২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৮/০৭/২০১৫, ১৫:২৪ মি: