আজ বাংলা কবিতা আসরে আমার ৫০০ তম নিবেদন আর এই লেখাটি দিয়ে আলোচনা সভায় শততম পোষ্ট । প্রথম ৪০০তম কবিতা পর্যন্ত আমি এই মাইল ফলক গুলো উদযাপন করে এসেছি । ৪৫০তমে নীরব ছিলাম, ৪৫০তমের জন্য আলাদা করে বিশেষ কোন লেখাও দেইনি, ৫০০ তমেও এই উপলখ্যে কোন বিশেষ কবিতা নয়, রোজকার মত উভরোহী ঘরানার একটি কবিতা দিয়েছি, তবে এই কবিতাটি অক্ষরবৃত্ত মাত্রা বিন্যাসে লেখা প্রথম অবরোহী ঘরানার লেখা । কেউ কেউ আমাকে অবরোহীকে অক্ষরের পরিবর্তে ছন্দের একটি ধারায় মাত্রা গননা করা যায় কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন, বিষয়টি নিয়ে আমি নিজেও কাজ করছি, তার ফসল আজকের লেখা । অক্ষরের পাশাপাশি অক্ষরবৃত্ত ছন্দও এই ধারার আরেকটি গাঠনিক প্রকরন হতে পারে, এ বিষয়ে আরও চর্চা ও গবেষণা দরকার ।
উদযাপন না করার কারণ এই মাইল ফলক আসলে একটি সংখ্যা ছাড়া আর কিছু নয় । তাই আপাতত সরে এলাম এই উদযাপন থেকে । ভালোবাসা সবাইকে ।