কবিতায় শব্দ ও ভাবের ব্যবহারে আধুনিকতা সময়ের দাবী হলেও তাকে ধারণ করতে হবে মৌলিক মানবিক অনুষঙ্গকে, আধুনিকতার মানে অতীতকে অবজ্ঞা করা বা পাশ কাটানো নয়, অতীত ঐতিহ্য তার নিজস্বতায় সমাসীন, অতীতের ভিত্তির উপর দাড়িয়ে বর্তমান, তাই অতীতকেও দিতে হবে তার প্রাপ্য স্থান, কবিতায় আধুনিক মনস্কতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য হচ্ছে কবিতার আবহ ও ভাষা চিত্রনে শব্দের ব্যবহার ও বোধগম্যতা, আধুনিকতার অজুহাতে সমকালীন কবিতায় দুর্বোধ্যতার অনুপ্রবেশে কবিতা যদি শাশ্বত মানবিক অনুভব স্পর্শ করতে না পারে তবে তা বাঁচবে না, এ কথা নিশ্চয়তা দিয়েই বলা যায় ।
আলোচনাটি ১১০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৪/০৪/২০১৫, ০৬:১৮ মি: