আমার একটি ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে লাইন, অর্থ ও শব্দসংখ্যার সমতা বজায় রেখে এগিয়ে চলা অবরোহী কবিতার আদর্শ লাইন সংখ্যা পনের হলেও এটি এই ঘরানার একমাত্র লাইন সংখ্যা নয়, এই ঘরানার লেখা হতে পারে পনেরর কম বা বেশীও আদর্শ লাইন্সঙ্খ্যা পনের ছাড়াও এই ঘরানার লেখা হতে পারে পাঁচ, নয়, বারো, আঠারো, একুশ ইত্যাদি যা আদর্শ লাইন সংখ্যা না হলেও ঘরানার অন্তর্ভুক্ত। যেমন আজকের অবরোহী নবম কবিতা দুটি নয় লাইনের । এই ঘরানার আদর্শ লাইন সংখ্যা পনের হলেও এর চেয়ে বেশী বা কম লাইনে যদি একটি সম্পূর্ণ ভাবকে রূপায়িত করা যায় তাহলে সেটা এই ঘরানার অন্তর্ভুক্ত ।মূল কথা হল এই ঘরানার প্রতি লাইনে বর্ণ সংখ্যা লাইন সংখ্যার সমান হবে । আজকের কবিতা দুটোর ভেতর থেকে প্রথম কবিতাটিকে লাইন ও বর্ণসংখ্যার সমতার ব্যাপারটি বিশ্লেষণ করে দেখানো যেতে পারে।
লাইন নং – কবিতা – বর্ণসংখ্যা
০১ যে ০১
০২ দিন ০২
০৩ সজল ০৩
০৪ বেদনায় ০৪
০৫ বৃষ্টি ধারায় ০৫
০৬ ভেজে ঐ আকাশ, ০৬
০৭ মেঘলা ভাবনায় ০৭
০৮ বড় বেশী মনে পড়ে ০৮
০৯ সেদিন পুরনো তোমায় । ০৯