আলোচনা সভায় সুপ্রিয় প্রনব কবির খবর খবর... লেখায় এডমিনের এক মন্তব্য মারফত সম্প্রতি জানতে পারলাম আমার লেখা কবিতা মোনালিসা শতরূপে ভালোবাসা সংকলনে আসরের পাঁচ বিচারকের বাছাইয়ে প্রাথমিক নির্বাচিত তালিকায় ছিল কিন্তু প্রকাশকের দপ্তর থেকে সেটি বাদ দেয়া হয়েছে । এর কারণ সহ এডমিনের বক্তব্যটি হুবুহু তুলে দিচ্ছি ।

এডমিন ১০/০৩/২০১৫

'আপনার মোনালিসা কবিতাটি আসরের ৫ বিচারকের গড়ে বাছাইয়ের প্রাথমিক তালিকায় ছিলো। কিন্তু পরবর্তীতে আমাদের পাঠানো তালিকার অনেক কবিতাই প্রকাশকের বিচারে বাদ পড়েছে। তার মধ্যে একমাত্র আপনার কবিতাটি নিয়েই প্রকাশক কারণ ব্যাখ্যা করে আমাদের অভিযোগ দিয়েছেন যে কবিতায় বেশ কিছু খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের সাথে তাচ্ছিল্যমূলক বিশেষণ যোগ করায় কবিতাটি বাদ দেয়া হয়েছে। যেমন "বুড়ো নির্মলেন্দু গুণ", "বজ্জাত দ্য ভিঞ্চি লিওনার্দো" এবং "পাজি গুগল"।'

প্রকাশকের বরাতে এডমিনের আনা অভিযোগ প্রসঙ্গে ঐ লেখায় আমার দেয়া উত্তর এবার সরাসরি তুলে দিচ্ছি

হাসান ইমতি ১১/০৩/২০১৫

এডমিনের মন্তব্যের নীচে আর উত্তর দেয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে আমার লেখাটি সম্পর্কে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে এখানেই ( এডমিনের মন্তব্যের উপরে প্রণব কবির মন্তব্য ) কিছু বলতে হচ্ছে, গুগল, নির্মলেন্দু গুণ, দ্য ভিঞ্চি লিওনার্দোর মান অত ঠুনকো নয় যে আমার মত যদু মধুর কথায় তার হানি হবে । আমার কবিতায় এইসব উপমা ব্যবহার করে বরং কবিতা সমৃদ্ধ ও আমি সন্মানিত হয়েছি । এটা কাউকে অপমান করার জন্য বা তাচ্ছিল্যমূলক উচ্চারন নয়, এক ঈর্ষাকাতর প্রেমিকের চোখ দিয়ে দেখলেই কোন সমস্যা থাকে না । যাদের নাম ব্যবহার করা হয়েছে আমার বিশ্বাস এই অবুঝ প্রেমিকের মন বোঝার মত উচ্চতা তাদের আছে, তারা কেউ এই লেখার বিরুদ্ধে মানহানি মামলা করতে ছুটে আসবেন না, প্রেমিকের এই সম্ভব অসম্ভব ঈর্ষা বরং কবিতাটিকে বিমূর্ত করেছে, প্রেমের কবিতার লেখক, পাঠক, প্রকাশক ও নির্বাচককেও প্রেমিক হতে হয় । দুঃখের বিষয় এখানে তা হয়নি । যাইহোক কারণ জানানোর জন্য ধন্যবাদ @এডমিন ।  

এবার আমার বাদ পড়া মোনালিসা কবিতাটি এখানে সংযুক্ত করে দিচ্ছি নিরপেক্ষ ভাবনার করতলে ।

মোনালিসা

- হাসান ইমতি

মোনালিসা, তোমার করতলে আমার সকল স্বপ্নসাধ
অথচ তোমায় নিয়ে কবিতা লিখে যায় নিশুতি রাত,
মোনালিসা, যদি ফিরিয়ে দাও, ব্যর্থ হয়ে যাবে জীবন
তবুও তোমায় নিয়ে কবিতা লেখে বুড়ো নির্মলেন্দু গুণ ।

মোনালিসা, এই চোখে তুমিই সব সৌন্দর্যের উপমা
অথচ তোমাকে নীলের মায়ায় জড়ায় ঐ দূর নীলিমা,
তোমার নামে ভরা কবিতার খাতা থেকে বাজারের ফর্দ,    
তবুও তোমাকে আঁকে বজ্জাত দ্য ভিঞ্চি লিওনার্দো ।

মোনালিসা, ছিলে, আছো, থাকবে আমার সুখের স্বপন
অথচ তোমার নিজস্বতায় আমার জন্য নেই কোন স্থান,
মোনালিসা, তুমি আমার স্বপ্ন দেখার রঙিন আতসকাচ
তবুও তোমার নামে লক্ষ পৃষ্ঠা খোঁজে পাজি গুগল সার্চ ।  

মোনালিসা, তোমাকে ঘিরেই আমার যত আকুলতা
অথচ তোমার হৃদয়ে আজ শুধুই তুষারের শীতলতা,
মোনালিসা, তোমাকে নিয়ে ধরেছি সর্বস্ব বাজী আজ
তবুও তোমাকে বাহুডোরে জড়ায় পরবাসী ফাইয়াজ ।

মোনালিসা, তোমার জন্য আমার সকল কান্না হাসি
তবুও প্রিয়তমা, বলতে পারিনা কতোটা ভালোবাসি,
মোনালিসা, ভালোবাসি বলে আমি ফিরে আসি বারবার
অথচ তোমার কবিতার পাতায় আজ আমি ছারখার।

মোনালিসা, তুমি ছাড়া আমার নিজস্ব ক্যানভাস বর্ণহীন
তবুও তোমায় চেয়ে চেয়ে দেখে ঐ বেহায়া সূর্যের দিন,
মোনালিসা, শুধু তোমার জন্য আমার সব কষ্ট জমা
তবুও তোমায় আজকে না হয় করেই দিলাম ক্ষমা ।