লাইন এবং বর্ণ সংখ্যার সমতা রেখে অবরোহী ঘরানার কবিতা অনেকটা পিরামিডের আকৃতি নেয়, পিরামিড আকৃতি কবিতা বাংলা বা ইংরেজি সাহিত্যে নতুন কিছু নয়, তবে প্রচলিত পিরামিড কবিতায় লাইন ভেঙে পিরামিড বা পাহাড়ের শেপ দেয়া ছাড়া আর কোন সুনির্দিষ্ট বাহ্যিক বা অন্তঃস্থ গাঠনিক কাঠামো না থাকায় এটিকে কোন ঘরানা হিসাবে দাড় করানো সম্ভব নয় যা Reproduce করা যাবে, সেই জায়গায় একটি যুক্তিগ্রাহ্য ও আকর্ষণীয় সুনির্দিষ্ট বাহ্যিক বা অন্তঃস্থ গাঠনিক কাঠামো নিয়ে এলো এই অবরোহী ঘরানার লেখা, অবরোহী ধারণা থেকে পরে বিবর্তিত হয়ে এসেছে আরোহী ও সমারোহী কবিতার ধারণা । আরও বিবর্তিত হয়ে এসেছে উভরোহী ও দ্বিরোহী । এখন তাহলে আসি এই ঘরানার সাথে প্রচলিত পিরামিড আকৃতির লেখার মুল পার্থক্যের জায়গাটি আসলে কি, দশজন পিরামিড কবিতা লিখলে ভাব ও আকৃতিতে দশ রকম হবে কিন্তু সনেট বা হাইকুর মত অবরোহী, আরোহী ও সমারোহীর সুনির্দিষ্ট বর্ণভিত্তিক বাহ্যিক ও যুক্তিনির্ভর অন্তঃস্থ গাঠনিক কাঠামো থাকায় এটি একটি সুনির্দিষ্ট ঘরানা হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব, এই ধারায় লেখার সাফল্য সংশ্লিষ্ট লেখকের শব্দের দখলের উপর নির্ভর করে, আকৃতি ঠিক রাখতে গিয়ে বিকল্প শব্দের ভেতর থেকে প্রয়োজনীয় শব্দ বেছে নিতে হয় বলে এই ঘরানা চর্চায় শব্দের উপর দখল বাড়ে ।
তাড়াহুড়ো করে এই কবিতা হয় না, একটু মনোযোগ একটু ভাবনা দাবী করে এই লেখা, আমি অফিসে বসে কাজের ভেতর লিখতে গিয়ে দেখেছি ভুল হয়ে যাচ্ছে, তবে একটি জিনিস খুব ভালো লেগেছে সেটি হল এই ধারা সম্পর্কে কবিতা প্রেমী মানুষের আগ্রহ, কবিতা আসরে দেয়া আমার দুটি লেখায় তাড়াহুড়োর জন্য ভুল রয়ে গিয়েছিল, আসরের বন্ধুরা সেগুলো ঠিকই ধরিয়ে দিয়েছিল, ধন্যবাদ জানিয়ে সেই বন্ধুদের খাটো করব না, এ থেকে একটি ম্যাসেজ পেয়েছি এই ধারা কাব্য প্রেমীদের হৃদয়ে ঠিকই স্থান করে নিয়েছে, আর একটি বিষয়, যখন এই ধারার লেখার ভাবনা আমার মনে প্রথম আসে তখন অবরোহী / আরোহী লিখে গুগল সার্চ দিয়েছিলাম, তখন তেমন সুনির্দিষ্ট কিছু পাইনি কিন্তু আজ যদি অবরোহী / আরোহী লিখে বাংলা কবিতা বা গুগল সার্চ দেয়া হয় তবে অনেক কিছুই পাওয়া যাবে । শুধু বাংলা কবিতা নয়, এই ধারা বিস্তৃত হয়েছে আরও অনেক স্থানে, বিষয়টি আমার কিন্তু বেশ লেগেছে। এই ধারার পাশে থাকার জন্য সব কবিতা প্রেমী মানুষের কাছে আমি কৃতজ্ঞ, এখন সময় সমৃদ্ধির, সময় সমানে এগিয়ে যাবার ।
১) অবরোহী ও আরোহী ঘরানা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলা কবিতায় আমার এই ধারার পূর্বেকার দুটি লেখার লিঙ্ক দিলাম...
http://www.bangla-kobita.com/hasanimti/post20140625120035/
http://www.bangla-kobita.com/hasanimti/post20140623115443
২) সমারোহী ধারার দুটি প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে এই ধারার বিশ্লেষণ মূলক লেখার লিংক দিলাম...
http://www.bangla-kobita.com/hasanimti/post20140627115745/
http://www.bangla-kobita.com/hasanimti/post20140629011928/
৩) উভরোহী ধারার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে এই ধারার বিশ্লেষণ মূলক লেখার লিংক দিলাম...
http://www.bangla-kobita.com/hasanimti/post20140730113518/
৪) দ্বিরোহী ধারার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে এই ধারার বিশ্লেষণ মূলক লেখার লিংক দিলাম...
http://www.bangla-kobita.com/hasanimti/post20140731064744/
০৫) এই ধারার সাথে পিরামিড কবিতার তুলনা ও পার্থক্য নিয়ে আমার একটি লেখা
http://www.bangla-kobita.com/hasanimti/post20140801094637/
০৬) এই ধারা সংক্রান্ত আরও কিছু লেখা
http://www.bangla-kobita.com/hasanimti/post20140803075840/
http://www.bangla-kobita.com/hasanimti/post20141011032803/
http://www.bangla-kobita.com/hasanimti/post20140623115445/
http://www.bangla-kobita.com/hasanimti/post20140625124202/
তবে এটি এই ধারার কেবল শুরু, আরও চর্চা, আলোচনা, সমালোচনা ও গবেষণা দরকার এই ধারাকে এগিয়ে নেবার জন্য, এজন্য আসরের সব বন্ধুদের পাশে চাই