নিয়মিত চর্চার স্বার্থে বাংলা কবিতায় লেখার ধারাবাহিক অভ্যাস ধরে রাখলেও একটি সময়ে এই আসরের নিয়মিত কবি বা আলোচকের দৌড় থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি কারন সাহিত্য রুটিন মেনে হয়না, আজ পাঠক বেশে কবিতা আসরে কিছু সময় দিলাম, বেশ কিছু জমে থাকা পুরনো লেখা পড়লাম, সেই সাথে বাংলা কবিতা ওয়েব ব্রাউজিং জনিত একটি সমস্যা আগেও লক্ষ করেছি, আজও আবার করলাম লগ ইন করা অবস্থায় বাংলা কবিতা ব্রাউজ করতে অনেক বেশী সময় লাগে কিন্তু লগ ইন না করে বেশ দ্রুত বাংলা কবিতা ব্রাউজ করা যায়, বন্ধুদের আর কারো কি এই সমস্যা হচ্ছে না আমার একার হচ্ছে, আমি আমার ডেক্সটপ, ল্যাপটপ ও অফিসের পিসি সহ বেশ কয়েকটি মেশিনে ব্রডব্যান্ড ল্যান, ওয়াইফাই ও মডেম দিয়ে ব্রাউজ করে সবক্ষেত্রেই দেখেছি একই সমস্যা, বিশেষত লগ ইন করা অবস্থায় যেসব কবিদের আক্যাউন্টে কবিতার সংখ্যা বেশী বা যেসব কবিতায় মন্তব্য বেশী থাকে সেগুলো ওপেন হতে বেশী সমস্যা হয়, এই বিষয়ে সুপ্রিয় অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার অনুরোধ রইল ।
আলোচনাটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০৮/২০১৪, ০৫:৪১ মি: