কথায় বলে “নামে কিবা যায় আসে”, এই কথার তাৎপর্য হল নাম নয় কাজেই মানুষের আসল পরিচয়, কাজের পাশাপাসি তবু সৌন্দর্য পিয়াসী মানুষ বরাবর নামের ভেতরও সুষমা খুঁজেছে, খুঁজেছে বৈচিত্র্য, তাই কানা ছেলের নামও হয়েছে পদ্মলোচন, আবার একটু রহস্য, একটু আড়াল নিতে অনেকে নিয়েছে ছদ্মনাম, সৃজনশীল কবি ও লেখকদের ছদ্ম নাম নেয়া নতুন কিছু নয়, কবিগুরুর ছদ্মনাম ছিল ভানুসিংহ, আর অনেকেরই অনেক নাম ছিল । আসরের বন্ধুদের জন্য কিছু প্রতিষ্ঠিত কবি ও লেখকদের ছদ্মনাম নিয়ে আমার এই ধারাবাহিক আয়োজন।
ছদ্ম নাম - প্রকৃত নাম
ভানুসিংহ-রবীন্দ্রনাথ ঠাকুর
কমলাকান্ত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
অপরাজিতা দেবী-রাধারানী দেবী
কালকূট-সমরেশ বসু
ওমর খৈয়াম-সৈয়দ মুজতবা আলি
কাকাবাবু-প্রভাত কিরণ বসু
কালপেঁচা-বিনয় ঘোষ
জরাসন্ধ-চারুচন্দ্র চক্রবর্তী
ইন্দ্রনাথ মিত্র-ডঃ অরবিন্দ গুহ
যাযাবর-বিনয় মুখোপাধ্যায়
অবধূত-দুলাল মুখোপাধ্যায়
নিরপেক্ষ-অমিতাভ চৌধুরী
নীলকন্ঠ-দীপ্তেন্দ্র সান্যাল
কাফি খাঁ-প্রফুল্ল চন্দ্র লাহিড়ী
নিবেদন ক্রমেঃ হাসান ইমতি – অকুল পাথার
তথ্যসুত্রঃ ইন্টারনেট