গত দুদিন কবিতা আসরে আমার প্রকাশনা ছিল নতুন ধারার অবরোহী ও আরোহী ঘরানার লেখা । সাথে আলোচনা সভায় ছিল এই ঘরানার উপর পোস্ট । আজ এই ধারা থেকে সাময়িক বিরতি নিলাম । সামনে আবার আসব আরোহী ও অবরোহী লেখা নিয়ে। আসরের কবিবন্ধুদের কাছে আজ উন্মুক্ত আহবান রইল এই ধারার প্রচার ও প্রসারকে এগিয়ে নেয়ার জন্য এ সংক্রান্ত আলোচনা সমালোচনা ও লেখার জন্য । এই নতুন ভাবনাকে এগিয়ে নিতে সবাই হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে । আসরের কবিবন্ধুদের কলমে এই ঘরানার লেখা হতে পারে এই অগ্রযাত্রায় একটি শুভ পদক্ষেপ ...
আলোচনাটি ৫৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০৬/২০১৪, ০১:১৯ মি: