“বিদ্যুজ্জিহা” শব্দটি একদিন আমার ভাবনায় বিদ্যুৎ চমকের মত হানা দিলো । কি এর মানে, সে কি কোন মানুষ না অন্য কিছু, কোথায় কখন শুনেছি এই শব্দ, কোথায় তার আদি, কোথায় অন্ত, এসবের কিছুই আমি মনে করতে পারলাম না কিন্তু মনে হল এই শব্দটির সাথে আমার জন্ম জন্মান্তরের গভীর কোন সম্পর্ক আছে । শব্দটি বারবার আলোড়িত করতে লাগলো অন্তস্ত সত্ত্বাকে। “বিদ্যুজ্জিহা” শব্দটির তাৎপর্য খুঁজতে গিয়ে আমি কোন ভাবেই কোন সমাধানে পৌছাতে পারলাম না। এর প্রকৃত রহস্য আমি এখনো ভেদ করতে পারিনি তবে যুক্তি নির্ভর একটি প্রস্তাবনা দাড় করানোর চেষ্টা করেছি যার ভিত্তিতেই আমার এই ধারাবাহিক কবিতা “বিদ্যুজ্জিহা”।
আলোচনাটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০৬/২০১৪, ০০:০৬ মি: