কবিতা আসরে আজ আমার ৩০০ তম প্রকাশনাPost20140520120522
গত কয়েকদিন ধরে বাংলা কবিতা আসরে মন বসাতে পারছিলাম না, বিশেষ কিছু কারনে কবিতা আসরে আর আগের মত প্রানের ছোঁয়া পাচ্ছিলাম না, একটানা লিখতে লিখতে কিছুটা একঘেয়েমিতেও ভুগছিলাম, সাথে আছে প্রাণঘাতী ব্যস্ততা তাই আসর ছেড়ে চলে যাবার ভাবনা এসে ভর করেছিল, যখন সত্যি সত্যি চলে যাবার কথা ভাবলাম তখন অনেক পিছুটান এসে বাধা দিলো, অনেক স্মৃতি বিজড়িত পুরনো কথা মনে পড়ে গেল, তখন আবার মনই বেকে বসলো আসর ছেড়ে যেতে, মনে হল এখনো চলে যাবার সময় হয়নি, আছি আরও কিছুদিন । এই ব্যাপারটি পুরোটিই আসলে মানসিক, যাওয়া বা থাকা দুটোই পুরোপুরি মনের উপরই নির্ভর করছে, যতক্ষণ মন চাইবে থাকবো, যদি মনে হয় আর নয় তাহলে চলে যাব । তবে ৩০০ তম থেকে এবার বিদায় নয় সব নেতিবাচক অনুভব ঝেড়ে ফেলে শুরু করতে চাই আরেকটি নতুন সৃজনশীল যাত্রার, সাহিত্যের এই যাত্রা একটি অনন্ত পথের দিকে নতুন সূচনা তাই শীতঘুমের পরিবর্তে ৩০০ তম লেখা হিসাবে আজ প্রকাশিত হল “নতুন সূচনা” । সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল পড়ার সাথে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।
আলোচনাটি ৬৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/০৫/২০১৪, ০০:০৬ মি: