আজ নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের উনষাটতম পর্বের মাধ্যমে এই আসরে আমার ২৯৯ তম প্রকাশনা পূর্ণ হল । গত কয়েকদিন ধরে আসরে মন বসাতে পারছিলাম না, কিছু কারনে আসরে আর আগের মত প্রানের ছোঁয়া পাচ্ছিলাম না, একটানা লিখতে লিখতে কিছুটা একঘেয়েমিতেও ভুগছিলাম, সাথে আছে প্রাণঘাতী ব্যস্ততা তাই আসর ছেড়ে চলে যাবার ভাবনা এসে ভর করেছিল, যখন চলে যাবার কথা ভাবলাম অনেক পিছুটান এসে বাধা দিলো, অনেক পুরনো কথা মনে পড়ে গেল, তখন আবার মনই বেকে বসলো, তাই মনে হচ্ছে এখনো চলে যাবার সময় হয়নি, আছি আরও কিছুদিন । পুরো ব্যাপারটিই মানসিক, যাওয়া বা থাকা দুটোই মনের উপর নির্ভর করছে, যতক্ষণ মন চাইবে থাকবো, যদি মনে হয় আর নয় তাহলে চলে যাব । ৩০০ তম থেকে বিদায় নয় শুরু করতে চাই আরেকটি নতুন যাত্রার, সাহিত্যের এই যাত্রা একটি অনন্ত পথের দিকে নতুন সূচনা তাই শীতঘুমের পরিবর্তে ৩০০ তম লেখা হিসাবে আগামীকাল আসতে যাচ্ছে “নতুন সূচনা” । সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল পড়ার । আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।
আলোচনাটি ৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৯/০৫/২০১৪, ০২:০১ মি: