আন্তরিক ভালোবাসা জানাই বাংলা কবিতা আসরের সব বন্ধু ও বাংলা কবিতা ওয়েবসাইটের সন্মানিত অ্যাডমিন প্যানেলের সদস্যদের । আমার নিয়মিত লেখা ও চর্চার ক্ষেত্রে বাংলা কবিতা যেন আমার কবিতার ডাইরির মত কাজ করেছে, নিয়মিত লেখা, পড়া ও মত বিনিময় করা সব মিলে একটি কবিতা পরিবারের আবহ পেয়েছি বাংলা কবিতার কাছ থেকে । যেখানেই থাকি, যেভাবেই থাকি কবিতার প্রতি, কবিতা আসরের প্রতি, আসরের বন্ধুদের প্রতি আলাদা একটি টান ছিল, আছে, থাকবে, সব সময় চাই এই পরিবেশ, এই মানুষগুলো আমার চারপাশ ঘিরে থাকুক, তাই আসরের বন্ধুদের জন্য আমার সব অনালাইন ঠিকানা অবমুক্ত করলাম।
ফেসবুক প্রোফাইলঃ www.facebook.com/hasanimti
ফেসবুক কবিতা পেজঃ www.facebook.com/sorocito
কবিতা ব্লগঃ www.sorocito.tk
ব্যক্তিগত ব্লগঃ www.okopot.tk
টুইটার প্রোফাইলঃ https://twitter.com/imtiaz21apr
বাংলা কবিতা প্রোফাইলঃ http://www.bangla-kobita.com/hasanimti/ Pen Name: অকুল পাথার
কবিতা ক্লাব প্রোফাইলঃ www.kobitaclub.com Search by Name “হাসান ইমতি” from Poet list
গল্প কবিতা প্রোফাইলঃ http://www.golpokobita.com/profile/hasanimti
কবিতা ই বারয়ারি প্রোফাইলঃ http://www.kobita.org/e-baroari/blog/831
ই-মেইলঃ hasanimti@gmail.com
ফেসবুক সাহিত্য গ্রুপঃ www.facebook.com/groups/lekhony
ফেসবুক সাহিত্য গ্রুপ পেজঃ www.facebook.com/lekhony
সাহিত্য গ্রুপ ওয়েবসাইটঃ www.lekhony.tk
ধন্যবাদান্তেঃ হাসান ইমতি, বাংলা কবিতা পেন নেম “অকুল পাথার” ।