প্রত্যাখানের বেদনা নিয়ে আর ভাবি না,
ভাবি নবান্নের মৌসুম শেষ হলে
কোন শীতে তোমার যদি গভীর অনুতাপ হয়,
মন খারাপের কারণ যদি খুঁজে না পাও,
ততোদিনে তুমিও হয়তো
গিয়েছো ভুলে ঠিকানা আমার
আর আমিও নতুন আকাশের খোঁজে উড়িয়েছি
আওকিগাহারা'র দিকে ডানা
তখন সেই অরণ্য আর বরফের গল্প
শোনাবে তুমি কাকে?