তুই ছিলি জল,
আমি ছুঁয়ে দিতেই নদী!  
তবে সাগর হওয়াই কি আমার নিয়তি?