আমি কাজল,
যে চোখে অশ্রু থাকে
সে চোখে আমি থাকি না,
চোখের লোনা জলে আমি ধুয়ে ধুয়ে যাই,
ভেবে দেখো মেয়ে,
চোখে আমাকে রাখবে
নাকি শোকের অশ্রু!

বিদ্রঃ আমার বাবা মায়ের দেয়া ডাক নাম কাজল, এই নামটা আমি অফিশিয়ালি ব্যবহার করি না, আমার পরিচিত আত্মীয় বন্ধু ও কাছের মানুষেরাই শুধু আমাকে এই নামে চেনে, ডাকে।