যে পথে মন হাঁটে,
সে পথে একবার দেখা হয়ে গেলে
আর গন্তব্য বদলায় না
যুগল নিঃশ্বাস।