আমার যদি একান্ত একটা নদী থাকতো
আমি তার নাম রাখতাম 'সানজানা',
ভরা বর্ষায় যখন উথাল পাথাল নদীর বুক,
জলের আক্রোশে মুহ্যমান মানুষের সুখ,
তখন আমি তাকে বলতাম,
'ধীরে বহো সানজানা'।

শীতের খরায় যখন শুষ্ক সবুজ প্রকৃতি,
ফেটে চৌচির মাটির মমতাময়ী বুক,
তখন আমি তাকে বলতাম,
'স্রোতস্বিনী হও সানজানা'।

নিজের একটা নদী থাকার যে কতো সুবিধা,
যাদের কোন নদী নেই তারা কোনদিন তা বুঝবে না,
মানুষের হৃদয় হীনতায় মন যখন শ্মশান হয়ে যায়,
তখন নদীর কাছে নিজেকে মেলে ধরে বলা যায়,
'ভালোবাসা দাও সানজানা'।