কালিচরণ,
আমায় একটুকরো আকাশ কিনে দিবি?
বদলে তুই না হয় আমার পৃথিবীটা নিস,
আমার সব হাসিকান্নার দলিল তুই নিস,
একজীবনের চালচুলোও রইল তোর নামে,
বদলে আর যা যা তুই নিতে চাস নিয়ে নিস,
তবু আমায় একটুকরো আকাশ কিনে দে।

কালিচরণ,
চলতে চলতে ক্লান্ত হয়ে তোর সাথে দেখা,
মনে আছে সেই যে গতবার তুই আমাকে
পথের বদলে একটা ঘর কিনে দিয়েছিলি,
সে ঘরে বন্দি হয়ে থাকতে থাকতে আমি
অনেকদিন হয় জীবনের রং ভুলে গিয়েছি,
ঘরের বদলে তুই আমার পথ ফিরিয়ে দে।

কালিচরণ,
আমরা দুজনেই সুখ কিনতে চেয়েছিলাম,
আমরা ভালোবাসা কিনতে বেরিয়েছিলাম,
আমরা পারিনি, আমরা কখনো পারবো না,
ভালোবাসা সেই কবেই বিক্রি হয়ে গেছে,
সুখও নিলাম হয়ে গেছে মহাজনের হাটে,
সবাই জানে এ দস্তুর, আমরাই বেখবর।