তুমি বাংলাদেশ সীমান্ত,
তোমাকে দেখলেই
নিজেকে আমার নাফ নদীতে ভেলা ভাসানো
উদ্বাস্তু রোহিঙ্গা বলে মনে হয়।
ওপারে পুড়ছে আমার অতীত,
আর সামনে তুমিই একমাত্র গন্তব্য।