দূর ছাই,
ঘরে দেখি ঘর নাই,
কেটে যেতে না যেতেই বিস্ময়
২০২৪ জানালো বিদায়,
হৃদয়ে মেখে স্মৃতির যা কিছু "ভালো"  
কেউ কি লাজুক হেসে বলবে "হ্যালো"
আজ রাতে যার চোখ যত নির্নিমেষ
চোখে সে জ্বালুক তত আলো অহর্নিশ,
শুভ হোক ২০২৫।