আমি এক অদ্ভুত কিষাণ বারো মাস বুনি ধান
ছিটাই বীজ চক্ষু বুজে চিটা না ধান দেখিনি খুজে
সাধ শুধু ধান বুনে বুনে আর দিন গুনে গুনে
হেলা ভরে করিনি যতন দক্ষ চাষার মতন
আমি নিড়াইনি জমি কভু তাতে দেই নাই পানি
তবু এ বুকে চাষার মত কী আশার গোলা বুনি
ঝরে নাই সৌভাগ্যের বৃষ্টি কভু ও আকাশ হতে
করেছে নষ্ট বীজ ভীষণ খরা আর বন্যা- স্রোতে
বর্ষার শেষে হেমন্তে এসে গেছি সে ক্ষেতের কাছে
দেখি যত্নের বীজ আমার ফলে নাই, পড়ে আছে
চিটা কয়টা ফলে আছে তার একটা শিষে একটা ধান
বেলা শেষে স্বপ্ন কিষানের ফলে সের পরিমাণ
স্বপ্ন ধান ফলাতে পারি না কেন চাষার মতন
অগণিত স্বপ্ন কেন থেকে যায় শুধুই স্বপন