জান্নাত যদিবা সত্যিই থাকে
তবু প্রলোভন আমার নেই তাতে
তোমার হাত ধরে তোমার পাশে বসে থাকা
এমন সুখ নাই জান্নাতে
তোমার চুলের গন্ধ পেলে
চাইনা বেহেস্তি আতর গোলাপ
তোমার কথার মধুরিমা পাশে
ওয়াজ নসিহত পাগল প্রলাপ
তোমার বাঁকা চন্দ্র আঁকা হাসির চন্দ্রিকায়
প্রখর অতি জান্নাতি নূর নিমেষে মিলায়
তোমার গানের সুরের ধারায়
দাউদের তিলাওয়াত ফিকে হয়ে যায়
তোমার অধর ছোঁয়া পেলে বুকে
চাইনা হুরী হাজার সাত
অনন্ত আগুনে ঝাঁপ দিতে রাজি
দাও যদি তোমার দ্বিধাহীন আদরে মোড়া
চন্দন ধোয়া একটি রাত
তোমার দু'চোখে সান্তির পারাবত
তোমার দু'হাতে জ্বলন্ত হৃদয়ের শুশ্রূসা কেরামত
তোমার বুকে ফেরদাউস-মাওয়া বিরাজে এক সাথে
তাই খুজবো না পথ ঐ ধর্মে পথে
প্রয়োজন নেই সুদুর বেহেস্তে
হৃদয়ের কছাকাছি সবচেয়ে নিকটতম--
তুমি পৃথিবী আমার, তুমি আখিরাত,
বিদ্ধস্ত হৃদয়ের শুশ্রূসা তুমি, তুমিই জান্নাত।