তোমার মুখের উদার আকাশে
একি দেখিলাম আমি!
শত শতাব্দির বিষণ্নতা জমেছে ধূসর মেঘের মত
কি ব্যথা তোমার মনের মাঝেতে করেছে তোমারে এতটা আহত ?
এমন আঁধার দেখলে তোমার কোমল মুখে
দুঃখ নখর আঁচড় কেটে যায় আমার বুকে
বিষণ্নতার উত্তরি বায়
আমার মনের সবুজ যত পাতা ঝরে যায়
তাই ও মনে গেড়েছে যে ব্যথা শিকড় উপড়ে আনব তৃণের মত
কাঁটায় ভরা মরা ডালে
ফুটবে গোলাপ শত শত
বুকের পেয়ালা ভরেছে যে বিষে
কন্ঠে আমার ঢালো তা নিমেষে
নীলকন্ঠ হব আমি তোমার বুকের গরল শুষে
সুধায় ভরাব বুকের পেয়ালা
কন্ঠে জড়াব ফুলের মালা
জীবন তোমার হবে সুবাসিত
তোমার মুখের উদার আকাশে
একি দেখিলাম আমি!
শত শতাব্দির বিষণ্নতা জমেছে ধূসর মেঘের মত
কি ব্যথা তোমার মনের মাঝেতে করেছে তোমারে এতেটা আহত ?