গ্রীষ্মের রাত, আকাশ জ্বলজ্বলে অগণন তারায় তারায়
শত সহস্র আলোক বিন্দুর বিপুল বর্ষণ
আজ নিদাঘ রাত্রির প্রাঙ্গনে
মহাবিশ্বের সব জ্যোতিষ্কের উৎসব মেলা
ভাদ্র জোয়ারের নদী কিংবা সকল পাপড়ি মেলা পূর্ণ গোলাপের মত
আকাশ সব রূপ তার আজ দিয়েছে ছড়ায়ে
তুমিও একদিন এমনই এক নিদাঘ রাতে
তোমার লুকানো সকল নক্ষত্র, নিহারিকা, জ্যোতিষ্ক
সত শতাব্দির রূপ কামনার আলোক ছটা
আমার দু’চোখের কৃষ্ণ নীলিমায়
মেলে দিয়েছিলে পরতে পরতে
তাই তারায় তারায় ভরা গ্রীষ্ম রাতের তুলনা
তুমি ভিন্য এ জগতে আর কারো সাথে চলেনা।