তোমার মুখটা বিজ্ঞাপনের মত শৈল্পিক সুন্দর
কিন্তু তোমার হৃদয়টা তৃতীয় বিশ্বের নিম্ন মানের পন্যের মত নগন্য
বিজ্ঞাপনের আড়ম্বরে ঢেকে বিলাও হৃদয়টা যাকে তাকে সামান্য দামে
তবু যেন হৃদয় নয় বিলাও হৃদয়ের ফাঁকি দেহের অপূর্ব মোড়কে ঢেকে
তোমার মুখটি দেখে আমিও বিবাগি হয়েছিলাম
ভুলেছিলাম ও বিজ্ঞাপনের মায়ায়
চোখ ধাঁধিয়ে ছিলো ও দেহ মোড়োকের উজ্জলতায়
সস্তামূল্য অপন্য হৃদয় তোমার
আমদানি করেছিলাম আমার বন্দরে
অতিমূল্য হৃদয়ের দামে
তখন কে বুঝেছে সুন্দর দেহের মোড়কে হৃদয়ের ফাঁকি লুকানো আছে
তবু যেন হৃদয়ের ফাঁকি
আমার বন্দরে বৃহৎ স্বাক্ষর গেছে রাখি
তোমার কৃত্রিম ভালোবাসা
আমার পিপাসা তবু মিটায়েছে ঢের
হৃদয়ের নদী উদবেলিত করেছে সবচেয়ে বেশি
আর তোমার প্রাকৃত ছলনা সবচেয়ে বেসি করেছে আহত
গড়েছে হৃদয়ে সর্ব বৃহৎ ক্ষত