যদি মরে গিয়ে আশ্রয় হয় জ্বলন্ত নরকে
আমাকে দেওয়া হয় যদি সর্বচ্চ সাজা
তবু সে ভয়ংকর যন্ত্রনার মাঝে
তুমি এসে যদি একবার সমুখে দাড়াও
তোমার অই শুশ্রূসা ভরা মুখের দিকে চেয়ে
নির্লিপ্ত হয়ে যাবে আমার শরীর
ইঞ্জেকশনে অবস হয়ে যায় রোগির শরীর যেমনি অস্ত্রোপচারের আগে
আথবা আফিম সেবনে অন্ধসংস্কারে যেমনি পুড়ে যেত সতী স্বর্গ সুখে
তেমনি আমার স্নায়ুর দার রুদ্ধ হয়ে যাবে তখন
আগুন পুড়াবে ঠিকই যন্ত্রনা দেবেনা
ভয়ংকর সর্প হয়ে যাবে জলঢোঁড়া
কোন যন্ত্রনা আমাকে ছোবে না আর
আমার হাবিয়া খুজে পাবে ফেরদৌসের দার
যদি এসে এক বার তুমি সমুখে দাড়াও
ও হাসি মুখ নিয়ে
মুঠোয় সুখ নিয়ে
যদি দু’হাত বাড়াও