শিশুর আবেগি চোখ দেখে পৃথিবী রঙিন
এক তিল হৃদয়ের ছোট্ট এ্যাকুরিয়ামে পোষে
সহস্র মাছ স্বপ্ন সোনালি
ভাবে তার সোনালি মাছ রিষ্ট পুষ্ট হবে
থাকবে বেচে আজীবন
জীবন সুখেই যাবে যাচ্ছে যেমন
এমন সুখের সময় তার ফুরায় ধীরেধীরে
জীবন ঘিরে ফেলে বাস্তবের ঘোলা জলে
সে জলে রুদ্ধশ্বাসে মরে স্বপ্ন সোনালি মাছ
পড়ে থাকে পতিত জমির মত শূন্য এ্যাকুরিয়াম
আমারো শৈশব ছিল স্বপ্নবিলাসী
রঙিন স্বপ্ন দিয়ে ঘিরেছিলাম ছন্দময় আমার জগৎ
চারপাসে ছড়িয়ে ছিল সবুজ প্রকৃতির মত আমার স্বপ্নেরা
বুকের মাটিতে ফলে ছিল ঘাস হয়ে
পাখির মত বেঁধেছিল নীড় হৃদয় শাখায়
নদীর মত বয়েছিল আমার ধমনি শিরায় রক্তের স্রোতে
আমার স্নায়ুতে সুগন্ধি ফুলের মত ফুটে ছিল
গ্রীষ্ম রাতের আকাশের মত অজস্র তারা হয়ে আমার দুচোখে জেগে ছিল
জীবন সমুদ্রের সৈকৎ শৈশবে দাড়ায়ে দেখেছি
কত বহমান ঢেউয়ের মালা গাথা স্বপ্নিল জাহাজ দিগন্তে মিসে যায়
সেথা আছে বুঝি কোন সোনালি দ্বীপ
যেখানে আছে শত রঙের সহস্র গন্ধের ফুল,
নীল প্রজাপতী, হীরক খচা রূপালি ময়ূর,
সোনালি প্রাসাদ আর কল্পিত পরির মত
নীলা চুনি পান্না খচিত অনন্ত যৌবনা নারী
জাদের দেহের গন্ধে
মধুপের মত মাতাল হয় যুবকেরা
সে স্বপ্ন দ্বীপে যাব বলে মনে মনে দিয়েছি কতযে সমুদ্র সাঁতার
আমার চারিধারে স্বপ্ন নিসর্গ মুছে গেছে আজ
আমার দুচোখ হতে শৈশবের স্বপ্ন সুষমা পাপড়ির মত ঝরে গেছে
কেটেছে সবুজ মদের রঙিন নেশা
শৈশব সৈকতে গড়া খেলা ঘর
যৌবনের ক্ষিপ্র স্রোতে ভেঙে গেছে
দাবানলে নীড় হারা পালক পোড়া বিদ্ধস্ত পাখির মত দিগভ্রান্ত আমার স্বপ্নেরা আজ
সীমাহীন নীলিম আকাশ জুড়ে একি হাহাকার
ছাইয়ের মধ্যে মুখ থুবড়ে মরে
সাধ্য নাই উড়িবার
শৈশবের নীল পৃথিবী উধাও আজ
স্বপ্নহীন দূর গ্রহে নির্বাসিত আমার যৌবন
পলক হীন চোখে শুধু চেয়ে দেখি
স্বপ্ন মেঘের ওড়নায় ঢাকা সে মায়াবী নীল গ্রহ
ক্রমে ক্রমে সরে যায় দূর সীমানায়