তোমার অই মুখের দিকে তাকালে
আমার দেহে রক্তের স্রোতে
প্রেমের বিদ্যুৎ খেলে যায় হৃদয় ডায়নামোতে
আর আমার মনের ছোট্টো ঘরে
অন্ধকারে, স্বপ্নের লাল নীল বাতি জ্বলে
দগ্ধ মনের কোণে কোণে ছড়িয়ে যায়
এয়ারকন্ডিশনের শীতল বাতাস
মনের অডিও প্লেয়ারে বেজে ওঠে
রবীন্দ্র সঙ্গিতের সুললিত মূর্ছনা
ছুঁয়ে দেখলে তোমার ও দুটি হাত,
চিবুক, ঠোঁট অথবা কালোচুল
বিগত জীবনের শত শত স্মৃতিরা সব হয়ে যায় ভুল
ঝরে যায় আমার মনে কামনার সুগন্ধি বকুল
বৈমানিক আমার হৃদয় শূন্যে উড়ে যায়
নভচারির মতন
শূন্য ত্বরণে এ দেহ ভাসায়
দু’হাত ভরে রাশি রাশি আলোর অলিক পুষ্প কুড়ায়
খুজে ফেরে নীড়
সাতরঙা রংধনু জড়ানো রঙিন মেঘের গায়