আমার ক্যনভাসে কত রঙের তুলি
তার নিপুণ ছোঁয়ায়
এঁকে যেত কত শত স্বপ্নিল পাখার দুরন্ত প্রজাপতি
নীল আকাশে উড্ডীন বর্ণিল ঘুড়ি
পশ্চিম আকাশে সোনালি মেঘ
শঙ্খচিলের শুভ্র ডানা ছায়া ফেলে সাগরের জলে
দখিন হওয়ায় সাগরের ঢেউ ভাঙা পুঞ্জ পুঞ্জ সাদা কাশ
কিন্তু যেদিন থেকে তোমার অই
শঙ্খচিলের শুভ্র ডানার মত
নিষ্পাপ মুখখানা ভালোবেসেছি
সেদিন থেকে স্বপ্ন রঙের তুলিরা আর
আঁকেনা কোনো ছবি-তোমার মুখটি ছাড়া
আমার দৃশ্যপট এখন অন্ধকার
সেই অন্ধকারে রাত দিন তোমার মুখখানা জেগে থাকে
ছোট্ট প্রদিপের মত