নিদাঘ দুপুরে নীলিমার নীলে
সাদা বরফের মত নিষ্কলঙ্ক মেঘ নীরবে ভেসে যায়
সারা পৃথিবী যেন পলক বিহীনা চোখে
নীরব হয়ে সেদিকেই চেয়ে রয় ।
অমনি মনের নীল আকাশে
মধুর স্মৃতিগুলো আমার সাদা বিশুদ্ধ মেঘর মত ভাসে
নেচে নচে ভেসে যায় দিগন্ত রেখায়
আর আমার বর্তমান পৃথিবীর মত
পলক বিহীনা চোখে সে দিকেই চেয়ে রয় ।
অই সাদা মেঘের নীল আকাশ
আমার স্মৃতিময় অতীত
আর নীরব পৃথিবী
আমার ভাবনার বর্তমান
দু’জন দু’জনার পানে
সদা চেয়ে রয় পলক বিহনে ।