স্বপ্ন রঙিন হয়ে দু’চোখে সাজেনাতো আর
কারা যেন আঁধার হতে এসে ভেঙে দিয়ে যায় বার বার
স্বপ্ন গড়েছি কত মৃৎ শিল্পীর মত দু’হাতে পানি কাদা মেখে
কেটেছে সুখের সময় চাঁদ আর তারা ভরা আকাশ দেখে দেখে
সেই দিন, সেই দিন আজ হারাল কোথায়
জীবনের শত রং আজ ঘোলাটে হয়ে যায়
রং তুলি হাতে নিয়ে স্বপ্ন আঁকব বলে যখন ভাবি বসে বসে
তখন সে চিত্রপটে কে যেন উঠে হেসে
আর সইতে পারিনাক রং হীন এই জীবনের ভার
করে দেয় মন্থর তারা জীবনের গতি আমার ।