কতদিন ওগো তোমারে ছেড়ে
যাপিতেছি নিসঙ্গ এ নগর জীবন
ঝরছে প্রতিটি দিন কঠর পাষান হয়ে
কাটতে চায়না যেন এ বিষাক্ত লগন
জীবন আমার তিক্ততায় ভরে দিতেছে দিনে দিনে
মরম পুস্প নন্দন হয়েছে নষ্ট
উঠছে ভরে সেথা শুধু উলু বনে
চিত্ত বিহঙ্গ আমার মাতে নাক যেন
আজ আর কোন গানে
ফাগুন আসতে চায়না আর
আমার হৃদয় ভুবনে
ধূমকেতু জ্বালা জ্বলছে শুধুই
তারা হীন আমার শূন্য গগনে
সূর্য্ কিরণ বিনে লুকায় চাঁদ
যেমনি গ্রহণ আঁধারে
তোমার প্রাণের পরশ বিনে
আমি ডুবতেছি ধীরে বেদন পাথারে ।