আমি তারাদের সাথে করেছি মিতালি
মানুষের সাথে নয়, মানুষ নির্দয়
মানুষের কথা সব কৃত্রিম মনে হয়
আমার প্রাকৃত হৃদয় তৃপ্তি পায় না তাতে
তাই আমি কথা কই তারদের সাথে
প্রেমিক যেমন প্রিয়ার সাথে রাত জেগে কথা কয় ।
আকাশের সব তারা আমার দিকে সারা রাত নীলাভ নিবিড় চোখে চেয়ে রয়
আমার মনের নাবলা কথা যত বেদনার
বলে যাই আমি চোখের ভাষায়
শুনে সে কথা তারদের চোখ ছল ছল জলে ভরে যায়
আমি ফুলেদের সাথে করেছি মিতালি
মানুষ করেছি পর, মানুষ স্বার্থপর
দেখেছি ফুলের হৃদয় নিঃস্বার্থ্ নিষ্পাপ সুন্দর
ফুলের ভাষা নেই আছে গন্ধ
সে গন্ধ বাতাসে তোলে প্রেমময় ছন্দ
সে বাতাস আমার ইন্দ্রিয়ে এসে লাগে
গভীর আবেগে হৃদয় ভেসে যায়
নীল জোছনায়
আমি পাখিদের সাথে করেছি মিতালি
মানুষের সাথে না, মানুষ সংকীর্ণমনা
মানুষের নেই ডানা
বাসনা আমার পাখির ডানায় বেধেছি
স্বপ্ন আমার আকাশের নীল নীড়ে রেখেছি
বাসনা আমার স্বপ্নের টানে
উড়ে যায় পাখির ডানায় দুর নীলিমার পানে