রতনের মত যতনে রেখেছি আমার সোনার সিন্দুকে
সেই সে কবে নানা রঙের তোমার দেওয়া ফুলগুলি
কোন মরমি চোর যেন হায় আমার গোপন ঘরে ঢুকে
সিন্দুকেরি তালা আমার বারে বারে দেয় খুলি
গন্ধ যে তার বেরিয়ে পড়ে মদির হাওয়ায় ঘরটি জুড়ে
জাগায় বাথা হৃদয় খুড়ে আমার যত ভুল গুলি ।।
আজ মনে পড়ে কখন কবে কত স্বপন একেছিলাম
তুমি আমি দুজন মিলে হাতে নিয়ে রং তুলি
তোমার কি সব আছে মনে যেমনি আমার মনের কোনে
স্মৃতি নামের দেয়াল জুড়ে থরে থরে আছে ঝুলি
নাকি তুমি যেদিন থেকে আমায় ছেড়ে গেছ চলে
সকল কিছু সেদিন হতে একেবারেই গেছ ভুলি ।।
আজ ব্যকুল হলো মনটা আমার সময় স্রোতের প্রতিকুলে
সাতার কেটে অতীতের সেই প্রবাল দ্বীপে যাই চলে
হাতটি ধরে তোমায় বলি ভুল গুলো সব ভুলে গিয়ে
ছিঁড়ে যাওয়া বাঁধন মোদের নতুন করে দেই তালি
চল দু’জন সাজাই বাগান ফুলে ফুলে, ভালোবাসার শীতল জলে
ফোটাই মোরা ফোটে নাইকো আজো মোদের যেই কলি ।।