একদা উল্কার মত ছুটেছে জীবন
ঐ স্বপ্নের ছায়াপথে প্রেমের পুষ্পক রথে
কবিতার নীল তারা কুড়ায়েছি ঝরা ফুলের মত
অবিরত গান বেজেছে মনের ভায়োলিনে
নিজের গহীনে নিজেরি সাথে চলেছে সদা মধুর আলাপন
আজ আমার জীবনজুড়ে পাষাণ ছন্দ পতন
ভ্যাকিউম টিউবের মত শূন্য মনে- নির্জনতার গহীন দ্বীপে একাকি বসবাস
সবুজ উর্বর মনভূমে সন্ত্রাসী সম্রাটের মত ঊষর মরু পেতেছে সিংহাসন
মন বিহঙ্গের স্বাধীন স্বপ্নের অসীম আকাশ বন্দি আজ পাষাণ দুঃস্বপ্ন জিঞ্জিরে
বুকের গহিন সমুদ্র উত্থিত ভালোবাসার মুক্ত বাতাস ঘৃনার দেয়ালে মাথা ঠুকে ঠুকে
হাসপাতালে লাইফসাপোর্টে ম্রিয়মাণ
মেঘ মুক্ত আঁধার রাতের তারার মত বাচাল মনের অগনিত কথা
মৌন দ্বীপে নির্বাসিত আজ
রংধনু হার পরা সাদামেঘের সিক্ততা ছুয়ে ছুয়ে
আবার কখনো ফিরবেকি পলাতক রোদেলা জীবন?
যত রুক্ষ বালুচর আনন্দ জোয়ারে ভাসিয়ে দিয়ে
নব নাব্য নদীতে আবার ভাসবেকি বাঞ্চাল জীবন তরী?
আমার ব্লাক-আউটে জ্বলবে কি একটি ছোট বাতি?
ফেকাসে এ জীবনে ফিরবে কি হারানো পুরানো সব রং?