এখনো বৃষ্টি হলে মনে পড়ে তোকে
এখনো বৃষ্টি হলে সুভাষিত এক রাশ ভেজা হাওয়া
বুকের মধ্যে হুহু করে
এখনো বৃষ্টি হলে সে ভাবনা গুলো
পাতার নৌকার মত ভেষে যায় দুরতম দ্বিপে
এখনো বৃষ্টি হলে এ মনের গহিন সে জলে
তোর প্রেমেরই উষ্ণতা জাগে
এখনো বৃষ্টি হলে এ মনে জমে থাকা শুকনো বকুল
হয়ে ওঠে আবার সতেজ স্নিগ্ধ অনুরাগে
এখনো বৃষ্টি হলে তোর ভেজা ওড়নার জলে
এ মুখ ভেজাতে সাধ হয়
এখনো বৃষ্টি হলে তোর ভেজা কপালে
দুঠোট ছোয়তে মন চায়
এখনো বৃষ্টি হলে মনে বিজলির মত-
উকি মারে স্মৃতিরা অনেক
এখনো বৃষ্টি হলে সাধ হয় চড়তে এক রিক্সায়
পাশাপাশি ঘন্টা তিনেক
এখনো বৃষ্টি হলে তোর নাকের ডগায় জমে থাকা জলের বিন্দু
মুক্তোর মত তুলে এনে হাতে বাতাশে উড়াতে মন চায়
এখনো বৃষ্টি হলে চোখের কোন ভিজে উঠে জলে,এই ভেবে
সেই দিন ফিরবে না কোন দিন হায়