: আমায় ভালোবাসো?
: হ্যাঁ।
: কিন্তু কেনো? আমি খুব সুন্দরী বলে?
: তোমার চেয়ে সুন্দরী অনেকে আমার ফ্যাকাল্টিতেই পড়ে; জানো তো।
: তবে? ভালোবাসো কেনো? আমার বাবার বেশ অর্থ-বিত্ত আছে, তা-ই?
: তোমার বাবার চেয়ে বিত্তশালী অনেকেই আছেন এ শহরে, ঠিক নয়?
: তাহলে ভালোবাসো কেনো আমায়?
: কী আশ্চর্য! ভালোবাসার আবার যুক্তি থাকে? ভালোবাসি । কোনো কারণ-টারন নেই!
: কী লাভ আমায় ভালোবেসে?
: লাভ লোকসানের বাইরে জীবনে অনেক কিছু থাকে; থাকে না?
: কী চাও আর? সত্যি করে বলো!
: কিছু নয়; কেবলি দিতে চাই। দিয়ে দিয়ে ঈশ্বর হবো তোমার!
: কী পেয়ে ঈশ্বর হবে?
: একখানি চুম্বন; আর কিছু নয়।


১৩ জানুয়ারি, ২০১২
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।