তুমি ভেঙ্গেছিলে শক্ত কবাটখানা,
ছিঁড়েছিলে যত্নে প্রচলিত অভিধান;
আমার নিয়ম কাঁটাতার দিয়ে ঘেরা
অনিয়মে ঠাসা তোমার সকল গান।
প্ররোচনা দিয়ে শক্ত বুনন তোমার,
গতিহীনতার অসৎ গোপন ক্লেদ;
আমি আটকানো অসহায় ক’টি চোখে
স্নায়ুতে সুপ্ত না মানা ভেদাভেদ।
তুমি মানে বিলানো সুতনুকো যৌবন,
ঘুনপোকা বাঁধা মনোরম বসবাস;
আমার হৃদয় পিষ্ট প্রতীক্ষাতেই
গুছাবোই তবু অবদমনের ত্রাস।