ভুলো না তুমি
হাসান মাহমুদ
হেরিলে তুমি মুসলিম নও
ওহে মুমিন মুসলমান
ইতিহাসে তুমি তালাশ করো
তোমাতে রয়েছে সম্মান।
হেরনি অতীত এই অদ্য
দিবা ক্ষণ তুমি,
হেরনি পিতৃপুরুষ শৌর্য বীর্য
এ ভুলোক্ ভূমি।
কেমনে তোমা নুয়ে যাবে
জেদ রূপি তুমি,
নিদ্রা ভেঙে উঠে পর হে
বীরাঙ্গনা তুমি।
মনে করো সেই বদর
মনে করো খায়বার,
মনে তুমি সিন্ধু চুক্তি
মনে করো আবার।
মনে করো রাশেদিনের কথা
মনে করো ইমান,
মনে করো আবার তুমি
মনে করো অপমান।
আজিকার ক্রান্তিলগ্নে হও ইমানের বলিয়ান
সাজাও আবার রণক্ষেত্র,
হও হুশিয়ার লও তলোয়ার
শুনিয়ে দেও মাত্র।
খুঁজনা নীড় গুজনা বীর
তোমার ইচ্ছা কড়ি
লও গো তুলে দেও গো মলে
সকল বাঁধা ডরি।