ভুলব বলেও ভুলা হলো না
হাসান মাহমুদ
এই যে!
তোমাকে ভাববো না বলেও রাতের ঘুমে ভাবি
তোমার সাথে কথা বলবো না বলেও
থাকতে না পেরে ঠিক অভিমান ভেঙে বলি;
যেমন সূর্য অভিমান ভেঙে ঠিক উঠে
চাঁদ হারাবার কথা বলেও ঠিক অমাবস্যার পরে আসে
ঠিক তেমনি আমিও!
সারা দিনের অভিমানকে ভেঙে আবার ফিরি
তোমার একরাশ অবহেলার নিড়ে
হয়তো তুমি জানো না!
আমি তোমার নিড়ে ঘুমিয়ে আছি চুপিসারে।
রাত হলেই আতকে উঠে হৃদয়
অন্ধকারময় হয়ে যায় চারি পাশ
মনে হয় তুমিই এই বুঝি নেই আমার।
তোমাকে হারাবার ইচ্ছে নেই
আবার ইচ্ছেও হয় বহু,
এই বুঝি হারালে এই বুঝি আমাকে ঘুমপাড়ালে
তোমারি নিরব বধির অনুশব্দে।
আমার প্রশ্নে তোমার চুপ থাকা
আমার উত্তরের স্থগিত শব্দ।
এই যে!
তোমাকে ভুলেই যাচ্ছি!
তবুও শুনো কখনো আর ভুলা হলো না
ভুলা হবেও না বুঝি এই আয়ুর বিনাশ ক্ষণে।
মেঘ যেমন বারি ফেলে ভুলতে চায় তাকে
কিন্তু আবার সেই বারি ঠিক সময় মত
তারি দরজায় কড়া নাড়ে।
তেমনি তোমাকে আর ভুলা হবে না কখনো।
পাথর দেখছ নিশ্চয়ই?
সে এই দুনিয়ায় এসেছে নিজেকে ভিজিয়ে
অন্যকে আনন্দ দিতে,
নিজের অশ্রুতে অন্যরা খুব আনন্দিত!
তেমনি হয়তো এই আমিও।
বিলের ঝিল দেখেছ কখনো?
ঝিল বরষায় জলের সাথে প্রেম পাতায়
বর্ষা শেষে নিজেকে একাকীত্ব করে
কিন্তু ঠিক সেই ঝিল প্রিয়ার অপেক্ষায়
ফের বর্ষার অপেক্ষা করে!
তেমনি আমিও তোমার অপেক্ষায়
অপেক্ষমান হয়ে থাকব আয়ু নিরুদ্দেশের আগ মূহুর্ত।
তোমাকে এই ভুলে গেছি
এই আর নেই মনে
এই তুমি থেকে নিরুদ্দেশ
তবুও আর ভুলা হলো না।
ক্ষুধার্ত প্রেমিকের আর্তনাদ
যদি না শুনো!
ক্ষমা করিও প্রেমিকে প্রেমকে
তবুও করিও না কবু ঘৃণা।