ভিষণ মনে পড়ে মা
হাসান মাহমুদ

রাতটা গভীর তিব্র নিশি
তলিয়ে গেছে শশি
তোমায় ভিষণ মনে পড়ে
আমার সুরের বাঁশি।
মাগো তুমি কেমন আছো
জানিনে কবু আমি
দেখতে তোমায় ইচ্ছে জাগে
ঘুমিয়েছ কি তুমি?
তোমায় ছেড়ে কতটা দিন
আছি অনেক দূরে
দাও না দেখা তুমি মা
আমার ঘুমের ঘরে।
তোমায় ভিষণ মনে পড়ে
দেখার বড়ই স্বাদ
মন কাঁদে দিবা ঘোরে
নয়ন কাঁদে রাত।
তোমার আদর তোমার শাসন
কেহ নাহি দেয়
তোমার জন্য হৃদয় মোর
ফাটিয়া চৌচির হয়।
খেতে গেলে তুমি ডাকো
খাবার বিছান গিয়ে
তোমার খাবার খাই মাগো
মনে তৃপ্তি নিয়ে।
তোমার ডাক কানে বাজে
সন্ধ্যা হয়ে এলে
কোথায় তুমি এদিক সেদিক
দেখি আঁখি মেলে।
গভীর রাতে ফিরলে ঘরে
কত্ত কথা বলতে
ভালো ভাবে সঠিক পথে
বলতে তুমি চলতে।
কত্ত শাসন কত্ত আদর
কত্ত করো মায়া
তুমি মাগো ধরার বুকে
আমার গাত্র ছায়া।
তুমি ছাড়া ধরা আঁধার
সবটা যে আজ কালো
তুমি আমার জান্নাত মাগো
দুই নয়নের আলো।