ভাল্লাগে না
হাসান মাহমুদ
ভাল্লাগে না শহর তলি
শক্ত ইটের ছাউনি
ভাল্লাগে না রৌদ্র ছায়
স্বার্থপর এ ধরনী।
ভাল্লাগে না ধূলিকণা
নান্দনিক এ ধাম
. ভাল্লাগে না আচ্ছাদিত
শহর তলি নাম।
ভাল্লাগে না উঁচু দালান
লম্বা ইটের সারি
ভাল্লাগে না মাকে ছাড়া
মন চায় যাই বাড়ি।
ভাল্লাগে না টাকার শহর
শূন্য পকেট মোর
ভাল্লাগে না বাবা ছাড়া
নয়ন জুড়ে ঘোর।
ভাল্লাগে না রঙিন শহর
শব্দ দূষণ ভরা
ভাল্লাগে না মানুষ গুলো
হাসি ছন্নছাড়া।
ভাল্লাগে না সাহেব বাবু
চলে অর্থের পিছু
ভাল্লাগে না ছিন্নমূল
হাঁটলে তাদের পিছু।
ভাল্লাগে না গন্ধ মোর
পথে মরা গরীব
ভাল্লাগে না ধর্ষিতা ঐ
উঁচতালায় শরিফ।
ভাল্লাগে না ভাল্লাগে না
রঙিন শহর তলি
ভাল্লাগে না আচার তাহার
আনমনা তাই চলি।