ভালোবাসি
হাসান মাহমুদ
আমাকে যতই হিংসে করো
আমাকে যতই দূরত্বে রাখো
আমি কিন্তু তোমাতেই আত্মমগ্ন
তোমাতেই উদাস বিকেল দেখি
তোমাকেই ভালোবাসি ভালোবাসি।
তুমি আমাকে কালো,অসুন্দর যাই বলো
সব কিছুই আমি মেনে নিলাম
সব ব্যথাই সহ্যের ঘরে বেঁধে দিলাম,
সব বেদনা আমি মাথা পেতে নিলাম
তবুও তোমাকে ভালোবাসি ভালোবাসি।
তুমি অন্যের হতে পারো নাহি হও মোর
কখনো ফুরাবেনা ভালোবাসা করিও না আবদার
দৃষ্টির আড়াল হতে পারো হতে পারো বহুদূর
তবুও বেসে যাবো ভালো ইহা ছাড়া নেই আর,
বলে যাবো বহুবার ভালোবাসি ভালোবাসি।