ভালোবাসার স্বাদ
হাসান মাহমুদ

আকাশে তারা গুলি মিটিমিটি হাসে,
চাঁদের গায়ে মেঘেরা খুসিতে ভাসে।
আঁখি যেনো না জুড়ায়  মোর,
খুলিয়া দিয়াছি হৃদয়ের বন্ধ দোর।
জনম জনমে যেনো না ফুরায় শশী,
তোমায় নিয়ে নিশীথে বাজাবো বাঁশি।
ইচ্ছেরাও তোমার সুরে গাহিবে গান,
দুজন দুজনাতে মিশিয়া ভরিবে প্রাণ।
জোনাকি পোকারাও জ্বালিয়ে দিবে আলো,
ঝিঁঝিরা ও ডাকিবে নিশীথির কালো।
সুখের মোহনায় ফুরিয়ে যাবে রাত,
ফুরাবে না তোমাকে ভালোবাসার স্বাদ।

২৪-০৭-২০২০
১১ঃ১১ রাত