ভালোবাসার কথা ছিলো
হাসান মাহমুদ
আমাকে তোমার ভালোবাসার কথা ছিলো
সকাল থেকে রাত পর্যন্ত
ঊষা থেকে সূর্য অস্ত পর্যন্ত
সূর্যস্নান থেকে গোধূলি পর্যন্ত
প্রভাত থেকে কালো অন্ধকার পর্যন্ত।
আমাকে তোমার ভালোবাসার কথা ছিলো
বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত
গ্রীষ্ম থেকে বসন্ত পর্যন্ত
খরা থেকে বৃষ্টি পর্যন্ত
থৈ থৈ পানি থেকে শুঁকনো পর্যন্ত।
আমাকে তোমার ভালোবাসার কথা ছিলো
তিনশো পয়ষট্টি দিন পর্যন্ত
শুরু থেকে শেষ পর্যন্ত
এক থেকে বারো মাস পর্যন্ত।
আমাকে তোমার ভালোবাসার কথা ছিলো
যুগ যুগান্তর ধরে
কাল কালান্তর জুড়ে
অতীত ভবিষ্যতের পরে।
আমাকে তোমার ভালোবাসার কথা ছিলো
প্রকৃতির সৌন্দর্যে
নীল গগনের পরশে
সবুজ বর্ণের রংয়ে
গোলাপি আলোয়ে।
আমাকে তোমার ভালোবাসার কথা ছিলো
প্রতিটা মূহুর্ত ক্ষণে ক্ষণে
নিশ্বাস বিশ্বাসের সনে
আশা আশাবাদী জীবনে।