ভালোবাসা মোর তেমনি থাকুক
হাসান মাহমুদ
ভালোবাসা মোর তেমনি থাকুক
যেমন আছে শশি
আবেগ ঘন দুনিয়া তে নিত্য
বাজুক শ্যামের বাঁশি।
ভালোবাসা মোর তেমনি থাকুক
যেমন আছে রবি
সুন্দর ধরনীর বুক জুড়ে
আঁকুক মসৃণ ছবি।
ভালোবাসা মোর তেমনি থাকুক
যেমন আছে জোনাক
গেয়ে উঠুক প্রেমিক হৃদয়
বাজনা ছাড়া বাজুক।
ভালোবাসা মোর তেমনি থাকুক
যেমন আছে নদী
প্রকৃতিকে বিলিয়ে দিক সব
জীবনও যায় যদি।
ভালোবাসা মোর তেমনি থাকুক
সুপ্ত সাজের বাতি
গ্রাম্য বালিকার বাঁকা চলনে
ফিরুক সন্ধ্যার জ্যোতি।
ভালোবাসা মোর তেমনি থাকুক
সদ্য ফোঁটা ফুল
কুড়িয়ে আনুক প্রিয়া মোর
গাঁথুক মালা বকুল।
ভালোবাসা মোর তেমনি থাকুক
যেমন ছিলো আগে
যেমন আছে পদ্ম ফুটে
আমার মন বাগে।।