ভালো থেকো সবে
শোন প্রিয়!
এবার আমায় দুমুঠো শান্তি দে
আমি অনৃত পৃথিবী ঘুরে আসি।
দেখে আসি কোঁকড়ানো পথ
শীতল স্নায়ু যুদ্ধ লদ্ধ রথ।
শোন প্রিয়!
এবার আমায় একটু বিদায় দে
অমৃত পথের বাঁকে চলতে থাকি।
আমার সত্য ঠিকানা খুঁজে আসি
নাতিশীতোষ্ণ বসন্তে একটা কবিতা লিখি।
শোন প্রিয়!
এবার আমায় আয়োজনে ডাকিসনে
আমার অনেক কাজ আমি ব্যাস্ত।
ভালো থেকো সবে, সবার
আমি ছুটি নিলাম অপূর্ণ ভবে।।